সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার দায়ে ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

ডিপি ডেস্ক :

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে অশ্লীল, অরুচিকর এবং কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে।

গত সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগিতার অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বহিষ্কৃতদের মধ্যে বাংলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েম সনাতন ধর্মকে লক্ষ্য করে লাগাতার অশ্লীল ও কটূক্তিকর মন্তব্য পোস্ট করেন। কর্তৃপক্ষ তার এই কর্মকাণ্ডকে গর্হিত অপরাধ এবং ধর্ম অবমাননার শামিল বলে উল্লেখ করেছে। তার এই অপতৎপরতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতেই কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করে।

অন্যদিকে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৩০তম ব্যাচের দুই শিক্ষার্থী মেহতাজুর রহমান এবং তার সহযোগী তাসনিয়া ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম অবমাননা ও নারী বিদ্বেষমূলক বিভিন্ন কার্যক্রম প্রচার করেন। একই ব্যাচের শিক্ষার্থী শাহিল মাহমুদ রক্তিম ও সাজিদ রহমান তাদের বিরুদ্ধে লিখিতভাবে প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করেন। কর্তৃপক্ষ তাদের এই কর্মকাণ্ডকেও গর্হিত অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এ ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এটি বিশ্ববিদ্যালয় আইন ও শৃঙ্খলা পরিপন্থি।

বিভিন্ন ধর্ম ও নারীদের নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক কার্যক্রমের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *