অবৈধ ইটভাটায় র‌্যাবের অভিযান, ভ্রাম্যমান আদালতে ১১ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারীপুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে¦ র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার (১২ জানুয়ারী ২০২১ ইং তারিখ)দিবাকালীন সময় সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ও উল্লাপাড়াথানাধীন কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার (পরিবেশ অধিদপ্তর,সদরদপ্তর,ঢাকা),মো: মঈন উদ্দিন(জেলা প্রশাসন,সিরাজগঞ্জ) এবং সিনিয়র কেমিস্ট মো: মাসুদ রানা (পরিবেশ অধিদপ্তর,বগুড়া) এর সহযোগিতায় ভ্রাম্যমাণআদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেনঃ

১। মো: জেইল হক(৩৭),( Mrs MSB brick শাহাজাদপুর, জরিমানা- ০৪ লক্ষ টাকা),

২।মো: রবিউল ইসলাম(৩৮),( Mrs MNC brick শাহাজাদপুর, জরিমানা- ০৪ লক্ষ টাকা),

৩। মো: মোহাম্মদ আলী, উল্লাপাড়া, জরিমানা- ০৩ লক্ষ টাকা)।

এছাড়াও উল্লাপাড়া থানাধীন ০৪ টিইটভাটাকে ধ্বংস করা হয়, সে গুলো হলো  H&K brick,HRM brick,KMB  brick, MRS Bonna brick |

 

উল্লেখিত তিনটি অবৈধ ইটভাটা মালিকগণকে সর্বমোট ১১,০০,০০০/-(এগারো লক্ষ টাকা) জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *