শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ

অনলাইন ডেস্ক : চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে আজ শুক্রবার। বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করবে।

এবার নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের নাম। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বনেতাদের কড়া সমালোচনায় উঠে আসেন আলোচনার কেন্দ্রে।এরই মধ্যে বিকল্প নোবেল সুইডেনের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড জয় করেছেন গ্রেটা।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। যিনি প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের কারিগর হিসেবে বিবেচিত। এছাড়া ব্রাজিলের আদিবাসী নেতা ও পরিবেশ আন্দোলনকর্মী রাওনি মেতুকতির ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের নামও রয়েছে প্রথম সারিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *