
ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : পুটখালী সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল সহ আমিনুর রহমান (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।আজ রবিবার দুপুর ২টার সময় তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদের এর ছেলে ।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, পুটখালী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল সহ আমিনুর রহমান কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।