কুষ্টিয়ায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন ডিসি আসলাম হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শৈত প্রবাহ বেড়েই চলেছে। তীব্র শীত আর মৃদু বাতাসে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জীবনে দূর্ভোগ বেড়েছে। এমনি সময় এই সমস্থ ছিন্নমূল ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। রাতে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন থেকে শুরু করে লালন শাহের মাজার সহ বিভিন্ন স্থানে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। তিনি দুঃস্থ শীতার্থ মানুষদের কাছে গিয়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। শীতের তীব্রতা ও মৃদু বাতাসের দাপটে শীতার্থরা যখন দিশেহারা, তখনই শীতার্থদের দ্বারে দ্বারে কম্বল পৌছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসনক আসলাম হোসেন। কম্বল বিতরনকালে তিনি বলেন, কুষ্টিয়া জেলায় শীতের তীব্রতায় কাউকে কষ্ট পেতে হবে না। এ বছর সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কম্বল সরবরাহ করা হয়েছে। যা প্রতিটি শীতার্থদের মাঝে পর্যায়ক্রমে পৌছে দেওয়া হবে। তিনি আরো বলেন, সরকার সর্বদায় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে অসহায় মানুষের মাঝে শীতের তীব্রতা রুখতে কম্বল বিতরন অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের সময় জেলা প্রশাসক সফরসঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *