
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হল রুমে কুষ্টিয়া লেডিস ক্লাব এর উদ্যোগে আজ রোববার সকালে দুস্থ অসহায় মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের সহধর্মীনি ও লেডিস ক্লাবের সভাপতি জাকিয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন, কুমকুম নাহার, কুষ্টিয়া কালেক্টরে স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ এবং সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তেব্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুস্থ অসহায় মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বরাদ্দ দিয়েছেন। যা আমরা আজ আপনাদের মাঝে বিতরণ করতে পারছি। তিনি আরও বলেন কোন ব্যক্তি শীতে যেন কষ্ট না করে। তাদের জন্য আমরা সব সময় পাশে আছি। তিনি সবার কাছে মাননীয় প্রধান মন্ত্রীর সুস্থ ও তার মঙ্গল কামনার জন্য দোয়া চেয়েছেন।













