চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের গুলি ও হামলায় ২ যুবক মারাত্মক আহত হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় ৫০ শয্যা হাসপাতাল থেকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধা সাড়ে ৬টায় পৌর সদরের চানপুর-মনমতপুর মোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য পিস্তল দিয়ে গুলি চালায়। এতে চানপুর গ্রামের আতর আলীর ছেলে লোকমান হোসেন (৩০) মারাত্মক আহত হন। এ সময় ধারাল অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা মনমতপুরের আলী হোসেনের ছেলে রাসেল হোসেনকে (২৭) কুপিয়ে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার করেন।
তবে ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।