

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে চার তলা ভবনের গ্রিল কেটে ৫০ ভরি স্বর্ণ লুটে নিয়েছে চোরের দল। গত বুধবার রাতে উপজেলা সদরের মির্জাপুর গ্রামে জুয়েলারি ব্যবসায়ী শ্যামল কুমার সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল চার তলা ভবনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ৫০ ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না বলে এলাকার লোকজন জানায়।
এ ব্যাপারে গৃহকর্তার স্ত্রী সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সাহা মির্জাপুর থানায় একটি ডাইরি করেছেন বলে পুলিশ জানিয়েছে। গৃহকর্তা শ্যামল কুমার সাহা ঢাকায় জুয়েলারি ব্যবসা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।













