

মেহেরপুর প্রতিনিধি :
নিহত সবুজ সদর উপজেলার বাড়িবাকা গ্রামের পাখি সেনের ছেলে।আহতের নাম তৌফিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সবুজ ও তৌফিক মোটরসাইকেল যোগে মুজিবনগরের বাগোয়ান গ্রাম থেকে কেদারগঞ্জে দিকে যাচ্ছিলেন। পথে মুজিবনগর দর্শনা প্রধান সড়কের বল্লভপুর ভোগীর চারা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে স্ট্রিট লাইটের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা।







