একই রাতে ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

ডিপি ডেস্ক :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  

গত সোমবার রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গ্রামের মৃত জুনাব আলীর দুই ছেলে আতিয়ার রহমান (৪৫) ও আনোয়ার হোসেনের (৫২) বাড়িতে ডাকাতি করে।

দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।  

গৃহকর্তা আতিয়ার রহমান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা আতিয়ারের ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ৫২ হাজার টাকা লুট করে নেয়। পরে তাকে জিম্মি করে আনোয়ার হোসেনের ঘরের দরজায় কড়া নাড়ায়।

দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখোশধারী ডাকাতরা আনোয়ার হোসেনের ঘর থেকে ৩০ হাজার টাকা ও চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল লুট করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, রাতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের প্রায় ১০০ গজ দূরে পিচঢালা রাস্তার ওপর থেকে স্কচটেপে মোড়ানো দুটি এবং মঙ্গলবার সকালে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রস্তুতি চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *