

এসকে, কুষ্টিয়া :
নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব।
গতকাল মঙ্গলবার ৩ জুন সকাল ৯টায় কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থ ‘ শ্রীশ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির’ প্রাঙ্গন লোকনাথ মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
এসময় ডাক-ঢোল, কাঁশর ঘণ্টা ও সনাতনী নারীদের উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এছাড়া দিনভর আরতী কীর্তন ও লোকনাথের কর্মময় জীবনি সম্পর্কে আলোচনা করা হয়।
পরে পূজাচর্না শেষে বাল্যভোগ বিতরণ করা হয়।
মন্দিরের পুরোহিত বলেন, লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের মিলনমেলা বসেছিল মন্দির প্রাঙ্গণে।
মন্দিরের সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছরের ন্যায় উৎসাহ-উদ্দীপনায় এবারও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উদযাপন করা হয়েছে।










