

ডিপি ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে সীমা খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।রোববার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার কাজিরবের গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমা খাতুন ওই গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। দুই বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার দারিয়ারপুর গ্রামের মামুনের সঙ্গে। এক বছর আগে জীবিকার তাগিদে মামুন পাড়ি জমান সৌদি আরবে। প্রায় ২০ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সীমা খাতুন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে স্বাভাবিকভাবেই খাবার শেষে ঘুমাতে যান সীমা। কিন্তু সকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













