

সজীব নন্দী, কুষ্টিয়া :
শীতের শুরুতেই কুষ্টিয়া শহরে ফুটপাতে গরম কাপড়ের দোকানে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। শীত নিবারণের জন্য এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।তবে নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে।
জেলার হাট-বাজারের গার্মেন্টস দোকানগুলোতে কাপড়ের দাম বেশি। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা কম মূল্যের কাপড় কিনতে ভীড় জমাচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। শীত থেকে রেহাই পেতে বয়স্ক বৃদ্ধ সকলেই কাপড় কিনছে। শীতের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে গরম কাপড়ের। এ জন্য দোকানীরা কম মূল্যের কাপড়ের পসরা বসিয়েছে ফুটপাতে। দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড় হাট কুষ্টিয়ার পোড়াদহ বাজার। বৃহত্তম এই কাপড়ের হাটে আগাম শীতের ভাব দেখেই ব্যবসায়ীরা শীতের কাপড় উঠাতে শুরু করেছে। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতা-বিক্রেতাই জমে উঠেছে কাপড় হাট।
কুষ্টিয়া শহরের মিউনিসিপ্যাল মার্কেটের সামনে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সব দোকানেই রয়েছে ছোট বড় সব ধরনের ক্রেতা। এসব দোকানে সব বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট, হাফ/ফুল স্যুয়েটার, জ্যাকেট, মাফলার, টুপিসহ উলের গরম কাপড় পাওয়া যাচ্ছে।
গরম কাপড় কিনতে আসা রিকশা চালক মোঃ নূর আলী জানান, রিকশা চালিয়ে সংসার চালান। এই শীতে গরম কাপড় ছাড়া চলা দায়। তাই কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছেন।
আরেক ক্রেতা আরিফ রহমান বলেন, সারাদিন হাড়ভাঙা খেটে কোনোরকমে সংসার চলে। গত শীতে ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে শীতের কাপড় কেনা হয়নি। এবার কিনতে এসেছেন।
দোকানদার সামসুল আলম বলেন, শীত যত বাড়ছে, বিক্রিও বাড়ছে। আর এখানে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় মিলছে শীতের পোশাক। সাধ-সাধ্য মিলিয়ে ক্রেতারা পোশাক কিনছে।
এছাড়াও কুষ্টিয়ার কোর্ট স্টেশন, কুষ্টিয়া হাইস্কুলের সামনে, পাবলিক লাইব্রেরির সামনে, ঘোড়ারঘাট, বড় বাজার রেলগেট ও বড় রেলস্টেশনের ফুটপাতে সকাল থেকে গভীররাত পর্যন্ত বেচাকেনা চলছে।











