আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক জন গৃহপরিচারিকা নিহত হয়েছেন। গতকাল চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা অন্য একটি সড়ক দুর্ঘটনার শিকার হন একটি ট্রাক। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজতে আলীর মেয়ে মধুবালা (২৫) আলমডাঙ্গা শহরের আক্তার জোয়ার্দ্দারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। বেলা ১১ টার দিকে তিনি গৃহকর্তার শ্যালকের মোটরসাইকেলে বাড়িতে ছেলের খাবার দিয়ে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক হাববিুর রহমান আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
এদিকে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গাছের সাথে আটকে থাকা ট্রাক থেকে তিন ঘন্টা পর চালকের বডি বের করা হয়। ভোর ৬ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি। ট্রাকের বডি কেটে ওই চালককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।