দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী এলাকা থেকে ২৫ কেজি ৪২০ গ্রাম (২১৭৯ভরি) রুপার গহনা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদার চাকুলিয়া মাঠ থেকে এই রুপার গহনা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গ-৬বিজিবির পরিচালক খালেকুজ্জামান, পিএসসি জানান,রোববার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদার ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক আবুল হোসেন দেখতে পান ভারত থেকে এক ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে বাংলাদেশের প্রবেশ করছে। এ সময় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে চাকুলিয়া মাঠের মধ্যে তাকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা খুলে ২৫ কেজি ৪২০ গ্রাম ওজনের (২১৭৯ ভরি) চান্দি রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত গহনা দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। গহনার আনুমানিক মূল্য বাইশ লক্ষ সাতাশি হাজার নয়শত পঞ্চাশ টাকা।