অনলাইন ডেস্ক : ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশটিতে আবারও সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। এযাবৎকালে এই সংক্রমণ সর্বাধিক।
নতুন করে সংক্রমণের জেরে মোট সংক্রমণ পৌঁছেছে ৬ লাখ ৭৩ হাজারত ১৬৫ জনে। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮১৪ টি। মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ২৬৮ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।
এই নিয়ে টানা ৯ দিন দেশটিতে করোনা সংক্রমণ ১৮ হাজারেরর বেশি শনাক্ত হল। জুলাই মাসের শুরু থেকেই ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ।
ইতিমধ্যেই দেশের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড মহারাষ্ট্রে।মহারাষ্ট্রে করোনার সংক্রমণ দুই লাখে গন্ডি ছাড়িয়ে গেছে। সংক্রমণের নিরিখে এখন জার্মানিকেও পিছনে ফেলেছে রাষ্ট্র।
শনিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৪ জনে দাঁড়িয়েছে। সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডের পাশাপাশি একদিনে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যুরও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে।