কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়কে করোনাভাইরাস মুক্ত রাখতে এবং নিজেদের জীবাণুমুক্ত রাখার উদ্দেশ্য কুষ্টিয়া পুলিশ লাইনের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক ডিসইনফেকট্যান্ট গেট।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এই ডিসইনফেকট্যান্ট গেট উদ্বোধন করেন।
পুলিশ লাইন অফিসে প্রবেশমুখে স্থাপিত ডিসইনফেকট্যান্ট গেট উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আজাদ রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ।