৭ শতাধিক ইরানির মৃত্যু অ্যালকোহলে !

অনলাইন ডেস্ক : করোনা মোকাবেলায় গোটা বিশ্ব জুড়ে চলছে জোর প্রচেষ্টা। করোনার ভ্যাকসিন তৈরিতে দিন রাত কাজ করে যাচ্ছে মানুষ। এরই মধ্যে করোনা থেকে বাঁচতে মিথানল পান করে মারা গেছে ইরানের সাতশোরও বেশি মানুষ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে মারা গেছেন ৫২৫ জন। আর এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত এ মৃতের সংখ্যা ৭ হাজার ৭২৮। গত বছরের দিকে তাকালে দেখা যায় অ্যালকোহল বিষক্রিয়ায় মৃতের সংখ্যা মাত্র ৬৬ জন। এ বছরের সাথে তুলনা করলে যা ১০ গুণ কম।

এরই মধ্যে ইরান সরকার উৎপাদনকারীদের বিভিন্ন রঙ দিয়ে মিথানলকে আলাদা করতে বলছেন যেনো ক্ষত সারাতে ব্যবহৃত ইথানলের সাথে মানুষ এটিকে মিলিয়ে না ফেলে। মিথানলের কারণে বমি ভাব, বুকে ব্যাথা,অঙ্গ বিকলঙ্গ, অন্ধত্ব সাথে মৃত্যুর মত ঘটনাও ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *