সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ কর্মকর্তাসহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।
আক্রান্তদের মধ্যে ৪ জন উপ-পরিদর্শক (এসআই), ২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ২ জন প্রশিক্ষনরত উ-পরিদর্শক (পিএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
ওসি কামরুল ফারুক জানান, আমাদের থানার ৯ জন ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন। এদেরকে জেলা পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। আমার থানার ইতোমধ্যে কর্মকর্তাদের সঙ্কট হয়েছে। আমরা নতুন ও বিকল্প টিম মিলিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছি।