‘কারফিউ প্রত্যাহার করল সৌদি আরব’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে দীর্ঘদিন ধরে চলা কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। রবিবার থেকেই এই নির্দেশনা কার্যকর করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর সৌদি প্রেস এজেন্সির (এসপিএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকাল ৬ টা থেকে দেশের আর কোথাও কারফিউ থাকছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দেশে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা হবে, চালু করা হবে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম। সব ক্ষেত্রেই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হবে।

তবে ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

কারফিউ তুলে নিলেও জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে চলাফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *