কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজলার চরসাদিপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে।বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শরীফুল (৩০), জুবায়ের (৩০) ও জাকির (২৫) এর মরদেহ ভেসে ওঠে।রাজশাহী থেকে আসা উদ্ধারকারী ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে কুষ্টিয়ার ভড়ামারা উপজেলার বাহাদুরপুর থেকে কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় পদ্মার জেগে থাকা চরে খড় কাটতে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন।