কুষ্টিয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার ৮ আগস্ট কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ দলীয় নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৩০ সালের ৮ আগষ্ট টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ক্ষনজন্মা মহিয়সী এই গুনী নারীর জন্ম। বাঙ্গালীর ন্যায্য অধিকার আদায়ে পাকিস্তানী শাসক গোষ্ঠীর রোষানলে জাতির পিতাকে বেশীর ভাগ সময়ই কারাগারে থাকতে হয়েছে। সেই সংকটময় সময়ে এই মহিয়সী নারী শুধু সন্তান সংসারই আগলে রাখেননি, নানাভাবে বঙ্গবন্ধুকে এবং নেতা কর্মিদের উৎসাহ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সার্বিক সহযোগিতা করেছেন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সেই কালরাত্রে হিংস্র হায়েনাদের হাতে জাতির পিতা সহ স্বপরিবারে বঙ্গমাতাও শাহাদত বরণ করেন। বঙ্গমাতা ছিলেন ত্যাগ ও অনুপ্রেরনার সাহসী প্রতীক।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
August 9, 2020