কুষ্টিয়ায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৮৬৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার নতুন করে আরো ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮৬৮ জন কোভিড রোগী সনাক্ত হল। কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০৮ জুলাই ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৬৫, চুয়াডাঙ্গা ৬২, ঝিনাইদহ ৭৭, মেহেরপুর ২৪, নড়াইল ৪৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, খোকসা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ২ জন, ঝিনাইদহ জেলায় ৩৩ জন ও নড়াইল জেলায় ২০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ১ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কোর্টপাড়া ১ জন, বড়াইলছাড়া ১ জন, কেজেএইচ ১ জন, পিয়ারাতলা ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ১ জন, কমলাপুর ৪ জন, বটতৈল ১ জন, সনো হসপিটাল ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, পুরাতন কুষ্টিয়া ১ জন, হরিশংকরপুর ২ জন, জুগিয়া ১ জন, মজমপুর ১ জন, কেসওয়ালি পাড়া মোহিনি মিল ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা খা পাড়া, পাইলট স্কুল, মাস্টারপাড়া।

মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মিরপুর ৬।

খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা রাজিনাথপুর, কাদিরপুর।

ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা ১৬ দাগ ও জগসসর।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *