ভারতে আবারও করোনাভাইরাস আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক : লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ায় আবারও করোনা আক্রান্তে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলল ভারত। বৃহস্পতিবার প্রথমবার একদিনে ৫০ হাজার সংক্রমণ ছাড়ানোর রেকর্ড হয়েছে দেশটিতে। আর শুক্রবার একদিনে সংক্রমণ ছাড়িয়ে গেল ৫৫ হাজার। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৬ লাখ ৩৮ হাজারে পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫৫,০৭৮ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৭৯ জনের।

শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৬,৩৮,৮৭০। এখনও চিকিৎ‌সাধীন রয়েছেন ৫,৪৫,৩১৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০,৫৭,৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭,২২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৪.৫%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫,৭৪৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *