অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
ব্রাজিলে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্তের পাঁচ মাস পূর্ণ হয় রবিবার। মহামারি শুরুর ১৫২ দিন শেষে দেশটিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়ে গেলো।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।