কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরো ৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৫ জনে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।
স্বাস্থ্য এ কর্মকর্তা আরো জানান, আক্রান্ত ৮ জনের মধ্যে র্যাব-১০ এর সদস্য ৭ জন এবং বাকী একজন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সদস্য। এ নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ২৯ জন পুলিশ সদস্য এবং র্যাব-১০ এর ৩১ জন সদস্য করোনায় আক্রান্ত হলো।
উল্লেখ্য, এ পর্যন্ত কেরানীগঞ্জে ২৩৫ জন আক্রান্তের মধ্যে ১০ জন সুস্থ এবং ৬ জনের মৃত্যু হয়েছে।