কুষ্টিয়ায় নতুন করে ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ১,৪৭৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে ৫৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৪৭৯ দাঁড়ালো।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ২৮ জুলাই ২০২০ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৮৭, চুয়াডাঙ্গা ৪৭ ও নড়াইল ৪৮) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৭ জন, দৌলতপুর উপজেলার ৭ জন, কুমারখালী উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ৪ জন, মিরপুর উপজেলার ৩ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ মোট ৫৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নড়াইল জেলার ১৯ জন ও চুয়াডাঙ্গা জেলার ৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ৫ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৭ জনের ঠিকানাঃ মিলপাড়া ২ জন, থানা পাড়া ৩ জন, হাউজিং বি-৫৭ ১ জন, পূর্ব মজমপুর ২ জন, কোর্ট পাড়া ৩ জন, চৌড়হাস ২ জন, বারখাদা পালপাড়া ১ জন, অগ্রনী ব্যাংক মজমপুর ২ জন, পেয়ারাতলা ১ জন,
গোস্বামী. দুর্গাপুর ১ জন, জুগিয়া ১ জন, কলাবাড়িয়া ১ জন, জেলখানা মোড় ১ জন, করিমপুর ১ জন, কে.জি.এইচ ১ জন, কবুরহাট ১ জন, অগ্রনী ব্যাংক মজমপুর ১ জন, মিনা পাড়া জগতি ১ জন, গোপালপুর কমলাপুর ১ জন, অগ্রণী ব্যাংক বড় বাজার ১ জন, বড় আইলচাড়া ৩ জন, বড় স্টেশন রোড ১ জন, বাবর আলী গেট ১ জন, পুলিশ লাইন কুষ্টিয়া ২ জন, হরিকৃষ্ণপুর ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ দৌলতপুর ১ জন, মথুরাপুর ১ জন, রামকৃষ্ণপুর ১ জন, দৌলতপুর থানা ৩ জন, আল্লারদর্গা পিয়ারপুর ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ  দুর্গাপুর ১ জন, দুর্গাপুর উপজেলা রোড ৩ জন, যদুবয়রা ১ জন।

খোকসা উপজেলার আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ মানিকাট. শিমুলিয়া ১ জন, সোনালী ব্যাংক আকতারপুর ১ জন, ইউ এইচ সি খোকসা ১ জন, খোকসা থানা ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ মিরপুর ২ জন, নয়নপুর. আমলা ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ নওদাপাড়া

নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৪৭ জন, মহিলা ১০ জন।

কুষ্টিয়া জেলায় অদ্যাবধি কোভিড রোগী সনাক্ত ১,৪৭৯ জন ।

সর্বসাধারণের প্রতি অনুরোধ আপনারা আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যবহার করুন ও ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *