বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির (আইসি) ইজাজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ আবুসাঈদ(৪০) কে আটক করেন। আটককৃত আবুসাইদ শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজবাগানের বজলুর রহমানের ছেলে। মঙ্গলবার(১১ আগষ্ট ) দুপুর ২.৪৫ মিনিটে উপজেলার বেদেপুকুর গ্রাম থেকে দুই ( ২)কেজি গাঁজা সহ আবুসাঈদকে আটক করেন গোড়পাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইন-চার্জ শার্শা সার্বিক তত্ত্বাবধানে গোড়পাড়া পুলিশ এসআই ইজাজ রহমান ও এ এস আই গোলাম নবী অভিযান চালিয়ে দুই (২)কেজি গাঁজা সহ আবুসাঈদকে আটক করে এসময় আরও দুই জন পালিয়ে যায় । গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইজাজ রহমান বিষয়টি নিশ্চিত করেন। আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে যার মামলা নং (১৫) তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।
Posted in সমগ্র জেলা
শার্শার সীমান্তে দুই কেজি গাঁজা সহ আটক-১
August 12, 2020