বরগুনা প্রতিনিধি : বরগুনায় সার্বজনীন কালীবাড়ির রাধাগোবিন্দ, লোকনাথ ভবতারণ সেবা সংঘের ৩টি মন্দির ঘরের এবং প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে শনিবার ৩টি মন্দিরে গিয়ে দেখা গেছে, চোর টাকা লুট করে প্রনামী বাক্স মন্দিরের সামনে ফেলে রেখে গেছে।
মন্দিরের পুরোহিত মাধব চক্রবর্তী ও তপন চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পূজা দিতে এসে তারা দেখতে পান, মন্দির ঘরের তালা খোলা। মন্দিরের বাইরে প্রণামী বাক্সের তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।