মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জন।
জানা গেছে, মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১১০ জন, গাংনী উপজেলার ৪৬ জন ও মুজিবনগর উপজেলায় ১৭ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২৬৭ জন।
জেলা সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো নমুনার মধ্যে ৮০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ জনের রিপোর্ট পজিটিভ।
নতুন আক্রান্তের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ২৪ জন, গাংনী উপজেলার তিনজন এবং মুজিবনগর উপজেলা দুজন রয়েছেন।
সিভিল সার্জন আরও বলেন, মেহেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান।