করোনা : নতুন করে রেকর্ড সংক্রমণ ইউরোপে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোতে নতুন করে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। এই মুহুর্তে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে বেশ কয়েকটি দেশে।

বিবিসি জানায়, করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের অনেকগুলো দেশে করোনা রোগী বাড়ছে। রোমানিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। যেটি দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড আক্রান্ত। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সতর্কতা জারি রেখেছে রোমানিয়া।
এদিকে স্লোভাকিয়া সরকার নতুন করে জরুরি অবস্থা জারি করেছে। আগামীকাল থেকে ৪৫ দিন পর্যন্ত এ জরুরি অবস্থা চলবে। মঙ্গলবার একদিনে রেকর্ড ৫৬৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর এ ঘোষণা দিল দেশটির সরকার।

নেদারল্যান্ডসও একদিনে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত শনাক্ত করেছে। মঙ্গলবার ৩ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *