সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্তকোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সোমবার(০৭ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন কোরবানের খাল(খুকনী) বাজারস্থ মোঃ আনোয়ার হোসেন(৬৪) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৬০ পিসইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আল মামুন(২৯),পিতা- মৃত দুলাল মোল্লা, সাং- রুপনাই গাছপাড়া, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃতআলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।