প্রতিশ্রুতি সিরিয়ার ইরানের পাশে থাকার

ইন্টারন্যাশনাল ডেস্ক : হুমকি মোকাবেলায় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যেকোনো হুমকির মোকাবিলায় ইরানের পাশে থাকবে তার দেশ।

মঙ্গলবার দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী আলী আসগার খাজি’র সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ওই বৈঠকে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্টকে অবহিত করেন আলী আসগার খাজি। তিনি তেহরান-দামেস্কের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়ার শেষ পর্যন্ত দেশটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে ইরান।
এসময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর সৃষ্টি করা যেকোনো চাপ ও হুমকি প্রতিহত করার কাজে তেহরানের পাশে থাকবে দামেস্ক। এসময় দুইপক্ষ সিরিয়ার ইদলিব থেকে সন্ত্রাসীদের বিতাড়নের উপায় নিয়েও মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *