ভারতে চার মাসের মধ্যে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক :

 

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের রেকর্ড। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন। যার ফলে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জনে।

 

ভারতজুড়ে টিকাদান কর্মসূচি জোরালোভাবে শুরু হয়েছে। এরপরও সংক্রমণের এই রেকর্ড দেশটির জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গত ১১২ দিনের মধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ৯৫৩ জন। আর শুক্রবারের সংক্রমণ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে মাত্র তিনদিনেই লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *