কুষ্টিয়ায় নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪,১৩৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,১৩৮ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ০৩ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৬১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ০৬টি, ঝিনাইদহ জেলার ৩৮টি, এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১৭টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ০৮টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৭টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ০৪ জন ব্যক্তির মধ্যে ০৩ জন কুষ্টিয়া সদর উপজেলার এবং ০১ জন দৌলতপুর উপজেলার।
 কুষ্টিয়া সদর উপজেলার কোভিড ১৯ আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) হরিশংকরপুর নূর উদ্দিন আহমেদ লেন মোহিনি মিল, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩)কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
০১) কমলাপুর, দৌলতপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,১৩৮জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *