ভারতের দিল্লিতে করোনা ঠেকাতে নাইট কারফিউ ঘোষণা

অনলাইন ডেস্ক :

 

করোনার চলমান চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত ভারত। পরিস্থিতি সামাল দিতে এবার দেশটির রাজধানী দিল্লিতে নাইট কারফিউ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। খবর এনডিটিভির।

 

জানা গেছে, বেসরকারি চিকিৎসক, নার্স এবং অন্যান্য মেডিক্যাল স্টাফদের চলাফেরার জন্য আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক। গর্ভবতী নারী এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন লোকজন এসব নিয়মের বাইরে থাকবেন। এছাড়া যে কোনো জরুরী প্রয়োজনে ই-পাস নিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ১ কোটি ২২ লক্ষ ছাড়িয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও আগের চেয়ে তা অনেকটাই কম। তার মধ্যে শুরু হয়েছে টিকাকরণ। ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ কোটির বেশি ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ১ কোটি ২৬ লক্ষ পেরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *