

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১০ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫৩২ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৯৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১১৩টি (এর মধ্যে ২৫টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৪১টি, মেহেরপুর জেলার ০৮টি, চুয়াডাঙ্গা জেলার ২০টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪২টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১০টি, মেহেরপুর জেলার ০১টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি, ঝিনাইদহ জেলার ১১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১০ জন ব্যক্তির মধ্যে ১০ জন ব্যক্তিই কুষ্টিয়া সদর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১০ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) থানাপাড়া , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ০৩ জন RCRC রোড, কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) জগন্নাথপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) সদর, কুষ্টিয়া।
মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) আহাম্মেদপুর, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৫৩২জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪১৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০৩ জন।








