কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে প্রদর্শনী মেলা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

 

 

 

 

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে কৃষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রদর্শনী মেলা -২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

শনিবার সকাল ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে উপজেলা লাইভ স্টক এক্সটেনশন কর্মকর্তা ডাঃ আরশাদ চৌধুরীর পরিচালনায়, উক্ত প্রদর্শনী মেলায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মান্নান খান ও পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন।

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী।

 

 

 

 

 

 

নতুন নতুন উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে,বেকার, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করন কল্পে, আয়োজিত উক্ত প্রদর্শনী মেলায় উপজেলার মোট ৪৬ টি খামারীর স্টল স্থান পায়।এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১৫ জনকে ৪ হাজার থেকে ৫০০ টাকার চেক প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *