

নিউজ ডেস্ক:
মোটরসাইকেল কিনে না দেওয়ায় প্রবাসী মায়ের সাথে অভিমান করে মানিকগঞ্জ সিঙ্গাইরে ধলেশ্বরী নদীর উপর শহিদ রফিক সেতু (ধল্লা সেতু) থেকে ঝাঁপ দিয়ে আরিয়ান আহমেদ রিয়াদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধলেশ্বরী নদীর শহিদ রফিক সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরি দল। নিহত রিয়াদ উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর (খানপাড়া) এলাকার আমিনুরুল ইসলাম খোকনের ছেলে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আরিয়ান আহমেদ রিয়াদ তার সৌদিআরব প্রবাসী মা রুনা বেগমের কাছে একটি মোটরসাইকেল কেনার জন্য টাকা চান।
মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় আজ সকালে মায়ের সাথে মুঠোফোনে কথা-কাটাকাটি হয়। এ সময় টাকা দিতে অসম্মতি জানিয়ে রুনা বেগম তাকে বকাঝকা করেন। এ নিয়ে অভিমান করে দুপুরে উপজেলার ধল্লা এলাকার শহিদ রফিক সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন রিয়াদ।
খবর পেয়ে বিকাল ৩ টার দিকে উদ্ধার কাজ শুরু করে থানা পুলিশ ও সিঙ্গাইর ফায়ারসার্ভিসের ডুবুরি দল। তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘নিহত রিয়াদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‘












