ইরানবিরোধী সামরিক জোটে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে না ইউরোপ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সামরিক জোট গঠনের চেষ্টা চলছে তাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যোগ দেবে না।

ফ্লোরেন্স পার্লি বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ইইউ’র পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বলেন, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে স্কর্ট দেয়ার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে ইইউ তার বিরোধিতা করছে।সম্প্রতি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার নামে ইরানের বিরুদ্ধে একটি নৌজোট গঠন করার চেষ্টা জোরদার করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সে প্রচেষ্টা হালে পানি পায়নি। এখন পর্যন্ত শুধু ব্রিটেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ওই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের বিরুদ্ধে সর্বমুখী চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক মাসে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছে ওয়াশিংটন।

সূত্র: স্পেসওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *