

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনিই প্রথম যিনি নির্বাচনে বেসরকারভাবে বিজয়ী ঘোষিত হলেন। ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। পলক তাকে প্রায় ৯৩ হাজার ভোটে পরাজিত করেছেন।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এই প্রথম একটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া গেল।