রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিপি ডেস্ক :

 

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকালে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন সাহিদা খাতুন (৭২) ও অনিক (২২)। নিহত সাহিদা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের আমির উদ্দীন সরদারের স্ত্রী এবং অনিক খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় বাঁশ বোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে বিকেলে সদর উপজেলা আলিপুর ইউনিয়নের নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আঞ্চলিক মহাসড়কে অবৈধ গাড়ির চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইওয়ে পুলিশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা যায়, গত তিনদিনে এই মহাসড়কে নসিমনের চাপায় তিনজন নিহত হয়েছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানিয়েছেন, পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *