গৃহবধূ দীপ্তিকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

ডিপি ডেস্ক :

 

মাদারীপুরে শ্বশুরবাড়িতে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী তাপস মণ্ডল ও শাশুড়ি সরস্বতী মণ্ডল পলাতক রয়েছেন।রবিবার মাদারীপুর সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত দীপ্তি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী। তাপস স্থানীয় আদালতে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিয়ের পর থেকেই দীপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।শনিবার বিকেলে পরিকল্পিতভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা প্রদীপ মণ্ডল বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো। যৌতুক না দেওয়ায় প্রায়ই ঝগড়া হতো। শনিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এরপর ঘরের দরজা বন্ধ করে তাপস ও তার মা পালিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *