কলকাতার বাজারে বিজ্ঞাপন-একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি

অনলাইন ডেস্ক : বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেয়ার পরও পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে পারছে না ভারত। সেখানেও ১৫ রুপির পেঁয়াজ এখন ১০০ রুপির উপরে বিক্রি হচ্ছে। আর এ দামে মসলাটি কিনতে নাভিশ্বাস উঠেছে ভারতীয়দের। বাংলাদেশের মতোই ভারতের বাজারেও যখন ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ তখন অন্যরকম এক প্রস্তাব এলো কলকাতার বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে থেকে। একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ নজরুল ইসলাম নামের ওই মাছ বিক্রেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, কলকাতায় দোকানে এমন অফার নিয়েই ইলিশ নিয়ে বসেছেন শেখ নজরুল ইসলাম। ইলিশের পাশাপাশি পেঁয়াজও রয়েছে। যারা ইলিশ কিনছেন তাদের সঙ্গে ব্যাগ ভর্তি পেঁয়াজ দিচ্ছেন নজরুল ইসলাম।

এজন্য বিজ্ঞাপনও দিয়েছেন নজরুল। যেখানে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘ফ্রি ফ্রি ফ্রি। না, গোপন কোনো শর্তাবলিও প্রযোজ্য নয়। যে ওজনেরই মাছ কিনবেন, একটি গোটা ইলিশ নিলেই পেয়ে যাবেন এক কেজি পেঁয়াজ।’ আর এ বিজ্ঞাপন কলকাতার ওই বাজারে ছড়িয়ে দিয়েছেন নজরুল ইসলাম।

এ বিষয়ে বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ১৩০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছি। এ শনিবার হঠাৎই বিষয়টি মাথায় আসে আর এমন অফার দিয়ে বিজ্ঞাপন ছাপিয়ে নানা জায়গায় লাগিয়ে দেই। এমন ধামাকা অফারে কেমন সাড়া মিলছে জানিয়ে তিনি বলেন, হ্যাঁ, অনেকেই অফারটি লুফে নিয়েছে। পেঁয়াজের লোভে ইলিশ কেনার ক্রেতা বেড়েছে।

তিনি বলেন, বর্তমান বাজারে পেঁয়াজের যা দাম, তাতে পদ্মার ইলিশের সঙ্গে বিনামূল্যে মসলাটি দিলে ক্রেতারা আগ্রহী না হয়ে পারেই না। আমার এ চমকটি বেশ কাজ করছে বলেই মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *