যা দেখবেন নতুন বছরে

অনলাইন ডেস্ক : সকাল হলেই দেখা যাবে নতুন বছরের এক নতুন সূর্য। আর সেই নতুন বছরে বিশ্ব সংস্কৃতিতে বেশ কিছু উল্লেখ করার মতো ঘটনা ঘটবে। ক্যালেন্ডারের পাতা মিলিয়ে চাইলে আপনিও হতে পারেন ওই সব ঘটনার চাক্ষুষ সাক্ষী।

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, ১৫০ বছর

বিশ্বখ্যাত জাদুঘরগুলোর একটি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট। নতুন বছরে নিজেদের ১৫০ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নতুন এবং অসাধারণ কিছু প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন তারা।

বেঠোফেন, ২৫০ বছর

বিশ্ববিখ্যাত এই সুরকারের আসল জন্ম তারিখ নিয়ে দ্বিমত রয়েছে। সবচেয়ে বেশি স্বীকৃত ১৭ ডিসেম্বর ১৭৭০। নতুন বছরে বেঠোফেনের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনে, বিশেষ করে তার জন্মস্থান বন শহর ও বাসস্থান ভিয়েনায় বড় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

রাফায়েল, ৫০০

রাফায়েল বা রাফায়েল্লো; রেনেসাঁ যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী। নিখুঁত ও সৌন্দর্যময় চিত্রকর্মের জন্য তিনি জগৎখ্যাত। ১৪৮৩ সালে ইটালিতে জন্মগ্রহণ করেন তিনি, মাত্র ৩৭ বছর বয়সে মারা যান। ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও রোমসহ বিশ্বজুড়ে প্রায় সব মিউজিয়াম এই চিত্রশিল্পির ৫০০তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জার্মানির পুনর্মিলন

জার্মানির বিনাশর্তে আত্মসমর্পণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের হীরক জয়ন্তী পালন হবে ২০২০ সালে। অন্তত ইউরোপ জুড়ে বিভিন্নভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালিত হবে। ২০২০ সালের ৩ অক্টোবর জার্মানিও তাদের একত্রীকরণের ৩০তম বার্ষিকী পালন করবে।

ওবারআমাগাও প্যাশন প্লে

ঈশ্বরকে দেওয়া প্রতিশ্রুতি পালনে জার্মানির আপার বাভারিয়ার ছোট্ট একটি গ্রামে ১০ বছর পরপর ‘দ্য ওবারআমাগাও প্যাশন প্লে’ হয়। আগামী বছর মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এই নাটক প্রদর্শিত হবে। ১৬৩৩ সালে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা থেকে বাঁচাতে ঈশ্বরের প্রতি নিবেদন হিসেবে ওবারআমাগাওবাসী এই নাটক করা শুরু করে, যেখানে যিশুর প্রতি প্রেম ও তার মৃত্যু দেখানো হয়।

দুবাইয়ে এক্সপো ২০২০

আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এক্সপো ওয়ার্ল্ড ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সর্বাধুনিক প্রযুক্তি, সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে হাজির হবে।সূত্র:ডিডাব্লিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *