কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলাম শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বাইপাস সড়ক এলাকার ২নং ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ কুষ্টিয়া পৌরসভার জগতির কাটাজুলাপাড়া এলাকার গেদন ড্রাইভারের ছেলে ও জগতি এলাকার বিআইডিসি বাজারের রাব্বি ষ্টোরের মালিক ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত ইসলাম শেখ আজ সকালে মোটরসাইকেল যোগে জগতি এলাকার বিআইডিসি বাজারের রাব্বি ষ্টোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমত অবস্থায় বাইপাস সড়কের ২নং ব্রিজ নামক স্থান এলাকায় পৌছালে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তাফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।