ঝিনাইদহ শহরে এক রাতে ৩০ দোকানে চুরি

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহ শহরের ক্যাসেলব্রীজ সংলগ্ন ‘ল’ কলেজ মার্কেটে ৪টি ও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উভয় স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। 

 

জানা গেছে, রবিবার রাতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ল’ কলেজে মার্কেটে ৪টি দোকানের গ্রীলভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। দোকানগুলোতে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ মার্কেটের দোকানগুলো সদর থানা থেকে কয়েক গজ দূরে। 

 

অন্যদিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ২৬টি দোকান ভেঙ্গে চোর প্রবেশ করে। তারা দোকানে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। 

এব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ চুরির স্থানগুলো পরিদর্শন করেছে। চুরি হয়েছে কিন্তু চোরেরা মালামাল নেয়নি। তবে তদন্ত করছি। খুব তাড়াতাড়ি অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *