

ডিপি ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে অশ্লীল, অরুচিকর এবং কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে।
গত সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগিতার অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।








