নাটোর প্রতিনিধি : নাটোরে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮২ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে শুক্রবার দুই দফায় নাটোর জেলার নমুনা পরীক্ষার প্রতিবেদন জানানো হয়েছে। নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে সদরে ৭ জন, সিংড়া ও বড়াইগ্রামে ৫ জন করে ও গুরুদাসপুরে ১ জন রয়েছেন।জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭ জন।