চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ওষুধ রাখায় ফার্মেসি মালিককে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ওষুধ রাখার অপরাধে এক ফার্মেসি মালিককে দেড় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের নিউ মার্কেটে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মুক্তি ওষুধ ঘর থেকে ৪৪৩ পিস নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ ওষুধ জব্দ করা হয়।

 

 

 

 

 

 

 

এ সময় ফার্মেসি মালিক তানজির আহমেদকে দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের মুক্তি ওষুধ ঘরের মালিক বেশ কিছুদিন থেকে অনুমোদনহীন নেশাজাতীয় ওষুধ মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সূত্রে এ খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৪৪৩ পিস নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ ওষুধ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযুক্ত ফার্মেসি মালিক তানজির আহমেদকে দণ্ড প্রদান করেন।

 

 

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিয়ত উল্লাহসহ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *